কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট & বেসিক হার্ডওয়্যার প্রশিক্ষণ।
কোর্স বিষয়ক কিছু কথা
মাইক্রোসফট অফিস এপ্লিকেশন (Office Application Basic ) হচ্ছে একটি প্যাকেজিং সফটওয়্যার। এই সফটওয়্যার মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যা কম্পিউটারে প্রাথমিক ধারণার জন্য খুবই দরকারি। কয়েকটি সফটওয়্যার যেগুলো জানা থাকলে আপনি পরবর্তিতে কম্পিউটারের বেশকিছু কাজ করতে পারবেন। এ কোর্সের বিষয় সমূহ হচ্ছে- ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস, কম্পিউটার পরিচালনায় মৌলিক বিষয়গুলো, বেসিক কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি, কম্পিউটারে উইন্ডোজ ইন্সটলেশন সহ প্রয়োজনীয় ড্রাইভার, সফটওয়্যার ইত্যাদি ইন্সটলেশন, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, জি-সুইট, সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যবহার ইত্যাদি। এই কোর্সের মাধ্যমে মাইক্রোসফট অফিস সহ আরোও অনেক খুঁটিনাটি কম্পিউটারে বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। আপনার যদি কম্পিউটার, অনলাইন, ইন্টারনেট সম্পর্কে কোন ধারনা না থাকে তবে এই কোর্সটি আপনার জন্য।
বর্তমানে সকল প্রকার সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে কম্পিউটার শিক্ষা গ্রহণ করা প্রার্থীদের চাহিদা ও মান অনেক বেশি। তাই আমরা সবসময়ই বলি একটি ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা এর গুরুত্ব অনেক রয়েছে। অফিস অ্যাপ্লিকেশন (Office Application Basic) কম্পিউটার কোর্স ৬ ও ৩ মাস মেয়াদী হয়। অফিস এপ্লিকেশন কম্পিউটার (Office Application Basic) কোর্স করা থাকলে আপনি যেকোন ধরনের সরকারি ও বেসরকারি চাকুরি করতে পারবেন, আর ছাত্র জীবনে আপনার পড়ালেখার গতি বৃদ্ধি পাবে অন্যদের থেকে কয়েকগুন।, এছাড়াও ইন্টারনেট কোর্স শেখা থাকলে আপনারা বিভিন্ন কাজে যেমন ফ্রিল্যান্সিং বা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা আয় করতে পারবেন। অফিস এপ্লিকেশন কোর্স শিখিয়ে আপনি নিজেও আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, যা আপনাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে।
কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের বৈশিষ্ট্য সমূহ
সরকারি ও বেসরকারি যে কোন ধরনের প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদের
জন্য পরিপুর্ন দক্ষতা ও যোগ্যতা অর্জন।
ছাত্র-ছাত্রীদের একাডেমিক পাঠ্যপুস্তক পড়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে।
কম্পিউটার পরিচালনা সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা অর্জিত হয়।
সিলেবাস ভিত্তিক ক্লাস গ্রহণ ও সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
বাস্তব কাজের অভিজ্ঞতা দিতে লাইভ প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট ভিত্তিক ক্লাস।
উন্নত ল্যাব সুবিধা থাকায় ক্লাসে বসেই অনুশীলন করান হয়।
প্রতি ১জন প্রশিক্ষণার্থীদের জন্য ১টি করে আলাদা কম্পিউটারের ব্যবস্থা রয়েছে।
সকল স্তরের শিক্ষার্থীদের জন্য সহজ ও ব্যবহারবান্ধব উপায়ে প্রশিক্ষণ।
দক্ষ ও বাস্তব অভিজ্ঞতা সম্পুর্ন প্রশিক্ষক দ্বারা পরিচালিত ও সার্বক্ষণিক অনলাইন সাপোর্ট।
কোর্স শেষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেট প্রদান।
সরকারি ও বেসরকারি দাপ্তরিক চাকুরী পাওয়া যায়।
আত্মকর্মসংস্থান সৃষ্টি হয় ও নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংকরা যায়।
ইন্টার্ণশিপ করার সুযোগ পাওয়া যায়।
যোগ্য প্রশিক্ষনার্থীদের জন্য রয়েছে চাকুরীর সুব্যবস্থা।
কম্পিউটার ও ওয়াইফাই সুবিধা এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
আমরা কি কি শিখব
- MS Word এ বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত A to Z শিখব।
- MS Word দ্বারা প্রফেশনাল এবং অ্যাডভান্সড ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় তা শিখব।
- যেকোনো ধরনের ডকুমেন্টস বা নথিপত্র নির্ভুলভাবে কি ভাবে প্রিন্ট করতে হয় তা সম্পর্কে বিস্তারিত শিখব।
- MS Word দ্বারা দৈনন্দিন জীবনের ১০০ টিরও বেশি কাজ শিখব।
- MS Word দ্বারা পেশাদার এবং বাস্তব-জীবনে ব্যবহৃত এমন ১০ টিরও বেশি কার্যকর প্রোজেক্ট এর উপর হাতে ধরে কাজ করব ও শিখব
- MS Excel এ বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত A to Z শিখব।
- সঠিক হিসাব নিকাশ সমাধানে Excel এ ব্যবহৃত সকল ধরণের গাণিতিক ও লজিক্যাল ফাংশনগুলি দক্ষতার সাথে শিখব।
- ডেটা যাচাইকরণ, ডেটা ফিল্টারিং, ডেটা কনসলিডেশন বা ডেটা একত্রীকরণ ইত্যাদি কি ভাবে করতে হয় তা বিস্তারিত পরিপুর্নভাবে শিখব।
- ইনভেন্টরি শীট, বেতন শীট, কর্মচারী মজুরি শীট, আয়কর শীট, ক্রয় বিক্রয় শীট, মার্কস শীট ইত্যাদি এই জাতীয় কাজগুলোর উপর হাতে ধরে দক্ষতা অর্জন করব।
- MS Excel এর সাহায্যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন ৭৫ টিরও বেশি কাজ বিস্তারিত পরিপুর্নভাবে শিখব ।
- Learn About Microsoft Access.
- Create a Simple DATABASE in MS Access.
- Create QUERIES In Access Database.
- Create REPORTS From MS Access Database.
- MS PowerPoint এ বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত A to Z শিখব।
- প্রেজেন্টেশন টুলস ব্যবহার করে অ্যানিমেশন সহ যে কোন ধরণের তথ্য সমৃদ্ধ স্লাইড কি ভাবে তৈরি করতে হয় তা শিখব।
- দ্রত গতীতে ইংরেজি এবং বাংলায় লেখার সহজ পদ্ধতি ও কৌশল।
- Wi-Fi কানেকশন এবং রাউটার কনফিগারেশন সম্পর্কে জানব।
- ই-মেইল পাঠানো ও গ্রহণ, চ্যাটিং ও ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ব্রাউজিং, তথ্য ডাউনলোড সহ, ইন্টারনেটের সাহায্য প্রয়োজনীয় ও নির্দিষ্ট তথ্য অনুসন্ধান ইত্যাদি কাজগুলো শিখব।
- গুগল G-Suit সম্পর্কে বিস্তারিত শিখব।
- আরোও অনেক খুঁটিনাটি কম্পিউটারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে।
- বেসিক কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি।
- কম্পিউটারে উইন্ডোজ ইন্সটলেশন সহ প্রয়োজনীয় ড্রাইভার, সফটওয়্যার, এন্ট্রিভাইরাস ইত্যাদি ইন্সটলেশন।
- অনলাইন আউট সোর্সিং বা ফ্রিল্যান্সিং সম্পর্কে সাধারন ধারণা লাভ করব।
Employment Opportunities
- Government Services.
- Semi Government Services.
- Private Sectors.
- Corporation & NGO’s
- Multinational Company
- IT Services.
- Self-Business.
- Self-Employment.
- Online Marketplaces.
কোর্স সিলেবাস
- What Is MS Word.
- How to run MS Word.
- How to Exit MS Word.
- Type the Following Sentence.
- How to Save a New Document.
- How to Close the Document
- How to Open a Document
- How to Create a New Document
- How to Cursor Movement Key
- How to Text/Block Selection with Mouse.
- How to Text/Block Selection with Keyboard.
- How to Delete Any Text Portion.
- How to Copy & Paste Any Portion.
- How to Cut & Paste Any Portion.
- How to Undo the Last Action.
- How to Redo the Last Action.
- How to Change Font.
- How to Change Font Size.
- How to Make Bold, Italic, Underline.
- How to Make Subscript H2SO4.
- How to Make Superscript (a+b)2 = a 2+2ab+b2.
- How to Make Strikethrough Text.
- How to Make Text Effect and Typography.
- How to Change Case.
- How to Change Font Color.
- How to Set Text Highlight Color.
- How to Special Change (font, font style, size, color, effect) from Font Dialog Box.
- How to Change Alignment.
- How to Change Line Spacing.
- How to Increase Indent for a Paragraph.
- How to Decrease Indent for a Paragraph.
- How to Sort Text.
- How to Create Border Around a Text.
- How to Create a Bulleted List.
- How to Remove Bulleted List.
- How to Create Numbered List.
- How to Remove Numbered List.
- How to Find Any Particular Word.
- How to Replace Any Word by Another Word.
- How to Go to A Particular Page.
- How to Save a PDF File.
- How to Create Password of a File.
- How to Remove the Password of a File.
- How to See Print Preview.
- How Can We Print any Document Page.
- Make a New Folder.
- Copy a File to Another Folder or Drive.
- Cut a File to Another Folder or Drive.
- How To Send a File to Pen drive.
- How to Create a Cover Page.
- How to Create a New Blank Page.
- How to Set Page Break.
- How to Set Header.
- How to Edit & Remove Header.
- How to Set Footer
- How to Edit Remove Footer
- How to Create Page Number
- How to Insert Text Box.
- How to Create Word Art.
- How to Create Drop Cap.
- How to Create Equation.
- Write the Following Equation.
- How to Insert Symbol.
- How to Set Date and Time.
- How to Insert Icon.
- How to Insert Picture.
- How to Insert Picture.
- How to Insert Picture from Online.
- How to Insert a Chart.
- How to Insert Shape.
- How to Set Shape Group/Ungroup.
- How to Add Website Link with the Text.
- How to Change Margin.
- How To Change Paper Orientation.
- How to Change Paper Size.
- How to Create Columns.
- How to go to Another Column.
- How to Create Paragraph Spacing.
- How to Create Page Border.
- How to Set Watermark.
- How to Check Spelling.
- How to Word Count.
- Translate the Sentence.
- How to Hide/Show the Ruler.
- Read Screen, Print Layout Screen, Web Layout Screen.
- How to Create Macro.
- How to Create a Table.
- How to Change Alignment of a Table.
- How to Change Alignment (Vertical) of a Table Cell Data.
- How to Insert a New Row at the bottom of the Table.
- How to Insert a New Row anywhere of the Table.
- How to Delete a Row.
- How to Insert a New Column.
- How to Delete a Column.
- How to Merge Cells.
- How to Split Cell.
- How to Table Text Direction.
- Add Shade Color Into any Text Portion.
- Remove Shade Color Into any Text Portion.
- Lecture SheetWill be Provide In Class
- What is Microsoft Excel.
- What is Spread Sheet.
- What is Work Sheet.
- What is Work Book.
- How to run MS Excel.
- How to Exit MS Excel.
- How to Save a File.
- How to Close the File.
- How to Create a New Workbook.
- How to Open a File.
- How To Save a File With Password.
- How To Remove Password?
- To Copy & Paste Any Text Portion.
- How to Cut & Paste Any Text Portion?
- How to Undo the Last Action.
- How to Redo the Last Action.
- How to Change Font.
- How to Change Font Size.
- How to Make Bold, Italic, Underline.
- How to Change Font Color.
- How to Set Fill Color.
- How to Create Border Around a Text.
- How to Change Alignment.
- How to Change Vertically Alignment.
- How to Rotate a Particular Text.
- How to Merge Cells.
- How to Unmerge Cells.
- Mathematical Formula Function Command.
- How to See Print Preview.
- How to Go to Particular Cell.
- How to Setting Data Fill.
- How to Copy Data From One Sheet to Another Sheet.
- How to Create a New Sheet.
- How to Move Sheet.
- How to Delete Sheet.
- How to Rename Sheet.
- How to Hide/Unhide a Work Sheet.
- How to Protect Sheet.
- How to Unprotect Sheet.
- How to Insert Row.
- How to Insert Column
- How to Delete Row or Column.
- How to Change Column Width.
- How to Change Row Height.
- How to Hide Row or Column.
- How to Unhide Row or Column.
- How to Create Date And Time.
- How to Create Date Format.
- How to Create Time Format.
- How to Create Decimal Format.
- How to Create Comma Style Format.
- How to Create Currency Sign Format.
- How to Create a Chart or Graph.
- How to Make Superscript/Subscript.
- How to Change Margin.
- How to Change Page Orientation.
- How to Change Paper Size.
- How To Setting Header and Footer.
- How to See Page Break Preview.
- How to See Normal View.
- How to Hide/Unhide the Formula Bar, Gridlines & Headings.
- How to Workbook Zoom in and Zoom Out.
- How to Split Work Sheet.
- How to Freeze the First Row.
- How to Freeze the First Column.
- How to Freeze the Row and Column at a time.
- How to Data Sort (A-Z or Z-A).
- How to Use Data Filter.
- How to Data Validation.
- How to Use Consolidate Command
- How to Calculate Pass or Fail.
- Create Result Sheet With GPA.
- Inventory Sheet.
- How to Calculate Wage Sheet.
- How to Create Sales Commission.
- How to Calculate Income Tax.
- How to Create Monthly Electricity Bill.
- How to Create a Salary Sheet.
- Lecture SheetWill be Provide In Class
- Data (উপাত্ত) কি.
- Information (তথ্য) কি.
- What Is Database.
- Elements of Database.
- What Is MS Access.
- How to Run MS Access.
- How to Create a Database.
- How to Create a Table
- How to Insert Data In a Table.
- How to Create Lookup Wizard Field.
- How to Set Field Width.
- How to Set Row Height.
- How to Hide Fields.
- How to Unhide Fields.
- How to Copy a Table.
- How to Delete Record.
- How to Delete a Field.
- How to Delete a Table.
- How to Find Any Particular Word.
- How to Replace Any Word by Another Word.
- How to Change Background Color.
- How to Change Gridline Color.
- How to Change Font Color.
- How to Change Font Style.
- How to Change Font Size.
- How to Make Bold, Italic, Underline.
- Ascending/Descending Data Sorting.
- Remove Data Sorting.
- Concept of Data Types
- What is Query.
- How to Create a Select Query File For a Table.
- How to Create an Update Query File For a Table.
- How to Create a Delete Query File For a Table.
- How to Create a Form File For a Table.
- Lecture SheetWill be Provide In Class
- PowerPoint Presentation Introduction
- Kinds Of HTML Links
- Text Formatting and Manage Video
- Text Box, Header and Footer
- Insert Tab Options in Microsoft PowerPoint
- Slide Show Options
- Design in PowerPoint
- Transition Effect in Powerpoint
- Animation in Powerpoint
- Review Tab Options in Microsoft PowerPoint
- View Tab Options in Microsoft PowerPoint
- Built-in Presentation Templates in Microsoft PowerPoint
- Lecture SheetWill be Provide In Class
- Familiar with Unicode Keyboard and Font
- Unicode Software and Font Installation Technique.
- Writing Procedure Of Bangle Etc.
- Lecture SheetWill be Provide In Class
- Concept of Internet.
- Applications of Internet.
- Connecting to the Internet
- Internet Browsing
- Internet Search Engine
- Google translate
- Software Downloading
- Youtube & Video Downloading
- Wikipedia information Book
- Internet Troubleshooting
- Creating Email Accounts
- Email Sending & Receiving
- Useful Tips for Writing a Professional Email
- Concept of Social Platform like Facebook, Twitter, Instagram Etc.
- Audia & Video Calling like Messenger, Whatsapp, Skype, Google Meet, Zoom Meeting Etc. Most all of Google Services. like Google Account,
- Lecture SheetWill be Provide In Class
- Google Account.
- Google Search Engin.
- Google Docs.
- Google Sheets.
- Google Maps.
- Google Meet.
- Google Play Store.
- Google Contacts.
- Google Drive.
- Google Photos.
- Google Translate.
- Assembling & Dissembling Computer Hardware.
- Concept of Central processing unit (CPU), Motherboard, Random Access Memory (RAM), Video Graphics Card, Power Supply, Cooling Fan, Hard drive, Monitor, Printer, Scanner etc.
- Windows Installing.
- Trouble Shooting of Computer.
- File, Folder Handling, Data Save, Moving & Transfer.
- Lecture SheetWill be Provide In Class
কোর্স সম্পর্কে প্রশ্ন ও উত্তর
কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষাকে বোঝায় যা শিক্ষার্থীদের নির্দিষ্ট শিল্প বা পেশাগত যোগ্যতার জন্য প্রস্তুত করে সময়ের সাথে সাথে দেশের সবকিছু পরিবর্তন ঘটায়। সুতরাং, সময়ের সাথে সাথে শিক্ষার উদ্দেশ্য গুলিও পরিবর্তিত হয়। বর্তমান সময়ের প্রয়োজন অনুসারে বিজ্ঞান শিক্ষা, কাজের অভিজ্ঞতা এবং কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া অত্যন্ত জরুরি। যথাযথ সুশিক্ষার অভাবে মানুষ দক্ষ হতে পারে না। দক্ষতা ব্যতীত ব্যবসা ও আর্থিক সাফল্য অর্জন করা যায় না। কারিগরি শিক্ষা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কারিগরি শিক্ষা দেশের বেকারত্ব দূরীকরণে সহায়তা করে দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তোলে।
- মাইক্রোসফট ওয়ার্ড।
- মাইক্রোসফট এক্সেল।
- মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
- কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি।
- উইন্ডোজ ইন্সটলেশন সহ প্রয়োজনীয় ড্রাইভার, সফটওয়্যার ইত্যাদি ইন্সটলেশন।
- ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, জি-সুইট, সোশ্যাল নেটওয়ার্কিং।
- ফ্রিল্যান্সিং সম্পর্কে বেসিক ধারণা।
- আরোও অনেক খুঁটিনাটি কম্পিউটারের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন
হ্যাঁ, এই কোর্স করে ৩ মাস ও ৬ মাস মেয়াদী বেসরকারি সার্টিফিকেট দেওয়া হয়।
এই সার্টিফিকেট দিয়ে চাকুরির আবেদন করা যাবে।
আপনি সরাসরি আমাদের ইন্সটিটিউটে এসে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও এই কোর্সটি করতে পারবেন।
সপ্তাহে ৩ দিন সর্বমোট ৩৬+ টি ক্লাস এবং সকল বিষয়ের উপর সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হয়।
হ্যাঁ, প্রতি ১জন প্রশিক্ষনার্থীর জন্য ১টি করে আলদা আলাদা কম্পিউটারে বসে ক্লাস করতে পারবে।
কোর্সের পেমেন্ট আপনি অফিসে সরাসরি জমা দিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন। কোর্স ফি চার হাজার টাকা মাত্র। (বিশেষ ছাড় চলছে সর্বোচ্চ ৫৩% পর্যন্ত, সর্বোচ্চ ছাড় পেতে দ্রত যোগাযোগ করুন।)
অফিস এপ্লিকেশন কোর্সের জন্য বাসায় কম্পিউটার ও ইন্টারনেট থাকলে ভালো হয়, তবে না থাকলেও কোন সমস্যা নেই । আপনি আমাদের অফিসে এসে আপনার কোর্স সম্পন্ন করতে পারবেন এবং আমাদের কম্পিউটার ল্যাবে বসেই প্র্যাকটিস করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।
নতুন করে কোর্সে ভর্তি বা কোন টাকা দিতে হবে না। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থী পুনারায় এসে প্র্যাকটিসের জন্য আমাদের কম্পিউটার গুলো একটি নির্দিষ্ট সময়ে যতক্ষন প্রয়োজন ব্যবহার করতে পারবে। লেকচার শীট হারিয়ে গেলেও তা আবারও প্রদান করা হবে। এমন কি ট্রেইনার থেকে এমন শিক্ষার্থিদের কে প্রর্যাপ্ত সাপোর্ট দেয়া হবে। এক কথায়, আমাদের প্রতিটি শিক্ষার্থীদের জন্য লাইফ টাইম সাপোর্ট সুবিধা থাকবে ইন-শা-আল্লাহ।
- দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
- এসএসসি পরীক্ষার মার্কশীট
- জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
Reviews

Sed eget turpis a pede tempor malesuada. Vivamus quis mi at leo pulvinar hendrerit. Cum sociis natoque penatibus et magnis dis

Sed eget turpis a pede tempor malesuada. Vivamus quis mi at leo pulvinar hendrerit. Cum sociis natoque penatibus et magnis dis

Sed eget turpis a pede tempor malesuada. Vivamus quis mi at leo pulvinar hendrerit. Cum sociis natoque penatibus et magnis dis